সমাজ সেবা

শ্রী শ্রী ১০০৮ শ্রী দাদা দরবার বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করে থাকে

হাসপাতালঃ খেড়ীঘাট একটি বড় মাল্টিস্পেশালিস্ট হাসপাতাল বানানো হয়েছে। আশপাশের এলাকায় এরকম আর কোনো হাসপাতাল নেই। এখানে গ্রামবাসীদের নিতান্তই স্বল্প মূল্যে চিকিৎসা করা হয়। সাধু, বিশেষ করে যারা নর্মদা পরিক্রমা করছে, তাদের বিনা মূল্যে চিকিৎসা করা হয়। হাসপাতালের ওয়েব সাইট

বৈদিক পাঠশালাঃখেড়ীঘাটের একটি স্কুলে ব্রাহ্মণ ছেলেদের বেদাচার্য হওয়ার শিক্ষা দেওয়া হয়। এই শুভ কার্যের জন্য অন্নদাতাদের একটি বড় যোগদান আসে দরবারের স্বামীত্বে থাকা কৃষি ফার্ম থেকে, যেখানে শ্রী ছোটে সরকারজী ও অন্যান্য ভক্তরা সেবা করেন। ক্ষেতে গোশালাও রয়েছে।

কৃষিঃশ্রী শ্রী ১০০৮ শ্রী দাদা দরবার প্রতি বৎসর লক্ষাধিক মানুষকে বিনামূল্যে ভোজন করায়।