যাত্রা

প্রত্যেক বছর শ্রী ১০০৮ শ্রী ছোটে সরকারজী ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবাংলার বিভিন্ন গাঁ গঞ্জে দাদাজী মহারাজের ভক্তদের কাছে যান। এক উৎসবের পরিবেশ তৈরী হয়। দাদাজী মহারাজের ভজন গাওয়া হয় এবং সরকারজী বেদ পাঠ করেন।

শ্রী শ্রী ১০০৮ শ্রী ছোটে সরকারজী শিষ্যদের কৈলাশনাথ, বদ্রীনাথ, ত্রয়ম্বকেশ্বর, ঘৃষ্ণেশ্বর ও অন্যান্য জ্যোতির্লিঙ্গ দর্শন করাতে নিয়ে যান।

শ্রী ছোটে সরকারজী ভারত ও ভারতের বাইরের বিভিন্ন শহরে স্থিত শিষ্যদের দর্শন দিতেও যাত্রা করেন।