শ্রী শ্রী ১০০৮ শ্রী দাদা দরবার একটি সনাতন ধার্মিক সংস্থা যেখানে দুই দেবতার পূজা হয় — শ্রী বড়ে দাদাজী আর শ্রী ছোটে দাদাজী, যাঁরা ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর অবতার বলে মান্য। এটি এমন একটি স্থান যেখান ঊনবিংশ শতাব্দীর শেষ থেকে গুরু শিষ্য পরম্পরা চলে আসছে, আর বতর্মানে শ্রী ছোটে সরকারজী মহারাজ এর নেতৃত্বাধীন। এখানে নিজের গুরুর প্রতি ভক্তের প্রেম পূজা ভক্তি ঝরে পরে অনায়াসে অবিরাম, যা সেবা ও ভক্তি যোগের মার্গে চলতে প্রেরণা জোগায়।
বর্তমানে ভারতে ১৮ টি দরবার রয়েছে যেখানে ভক্তরা শ্রী ছোটে সরকারজী মহারাজের মার্গদর্শনে দাদাজীর পূজা অর্চ্চনা করার সাথে নানান উৎসব অনুষ্ঠান এ সামিল হয়।